কোথাও সার্বক্ষণিক চিকিৎসক নেই। আয়া সাদা অ্যাপ্রোন পরে নার্স সেজেছেন। রোগীর শরীরে স্যালাইন গরম করে পুশ করা হচ্ছে। এ দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচটি বেসরকারি ক্লিনিকের। গত ২৭ ফেব্রুয়ারি সিভিল সার্জন মোযাহারুল হক সরেজমিনে পরিদর্শন করে দুটি ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেন। ওই ক্লিনিকগুলো হচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাটের ইসলামী হাসপাতাল, জেনারেল হাসপাতাল, নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং রানীহাটির জনসেবা ক্লিনিক ও আল হেরা ক্লিনিক। সিভিল সার্জন বলেন, নূরজাহান...

